তন্ত্র নির্ভর ভৌতিক গল্প ধারায় ননী কাপালিক চরিত্রটি অন্য মাত্রার দাবী রাখে। শুষ্ক মেদহীন শরীর। মুখ ভর্তি দাঁড়ি ও মাথা ভর্তি জট, যা কোমর অব্দি বিস্তৃত। পরনে কেবল কৌপিন। সম্বল বলতে সব সময়ের সঙ্গী একটি করোটি। সর্বাঙ্গে চিতাভস্ম । কপালে মেটে সিঁদুরের লেপন। দুচোখে ভূত- ভবিষ্যতের জ্ঞানশিখা সর্বদা প্রজ্বলিত। জগৎ সংসারে উপস্থিত তন্ত্রের সকল মার্গ তাঁর অধীন। দেখে যেন মনে হয় অনন্ত কাল ধরে তিনি এই জগৎ সংসারের অশুভ শক্তিকে বিনাশ করার লক্ষ্যে ভ্রমণ করে বেড়াচ্ছেন। শ্মশানচারী, তন্ত্রজ্ঞানী, পিশাচ সিদ্ধ, দশমহাবিদ্যায় পারদর্শী, নির্ভীক, ননী কাপালিক সমস্ত রকম অপশক্তির মায়াজাল ছিন্ন করতে সর্বদা প্রস্তুত। অসীম অলৌকিক শক্তির অধিকারী হয়েও ব্যক্তি স্বার্থে তিনি তা প্রয়োগ করেন না। তাঁর শরণাপন্ন হয়ে আজ অব্দি কেউ শূন্য হাতে ফিরে যায়নি। তাঁর প্রিয় খাদ্য বস্তু ননী।