Banglar Mukh

  • (0)

    Prafulla Chakir Mritu Dekhi Nai Fira/প্রফুল্ল চাকীর মৃত্যু:দেখি নাই ফিরে

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.

    প্রফুল্ল চাকীর মৃত্যু : দেখি নাই ফিরে

    নির্মল কুমার নাগ

    পরাধীনতার বিরুদ্ধে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের শুরু যাঁদের হাত ধরে ঘটেছিল, প্রফুল্ল চাকী ছিলেন তাঁদের পুরোভাগে। ক্ষুদিরাম-প্রফুল্ল চাকীর নাম একসাথে উচ্চারিত হওয়ার হলেও কী এক বিচিত্র কারণে প্রফুল্ল চাকী বারেবারেই সেই আলোকবৃত্তের বাইরে রয়ে গেছে। দুজনেরই আত্মোৎসর্গের শতবর্ষ অতিক্রান্ত। সেই অতিক্রান্ততাতেও প্রফুল্ল চাকী যথারীতি অনালোচিত ও অবহেলিত। শুধু তাই নয় তাঁর মৃতদেহের উপর যা অপমান করা হয়েছে তাও বোধ হয় কোনো বিপ্লবীর ভাগ্যে জোটেনি। আর তাঁর মৃত্যু সেতো রহস্যের কালো অন্ধকারে ঢাকা। ব্রিটিশ রাজ ও তার পোষা ভারতীয় শ্বাপদদের সাজানো তাঁর আত্মহত্যার কাহিনি যে ভ্রান্ত তাঁকে যে ব্রিটিশ বাহিনী ও তাদের দাস ভারতীয় পুঙ্গবরা নির্মমভাবে অত্যাচার করে গুলি করে খুন করেছিল তারই দলিল এই গ্রন্থ। এর পরতে পরতে সেই মৃত্যুরহস্যের আবরণ উন্মোচনের আঁচড়।

  • (0)

    Frederick Grant Banting – ফ্রেডরিক গ্রান্ট বান্টিং

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.

    ইনসুলিন কী? কে আবিষ্কার করলেন ইনিসুলিন? কী ভাবে আবিষ্কার করলেন জিন? ইত্যাদি হাজারও প্রশ্নের উত্তর পতে হলে অবশ্যই পড়তে হবে এই বইটা। ইনসুলিন আবিষ্কারের পঙ্খানুপুঙ্খ বিবরণ সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন লেখক। সাথে রয়েছে আবিষ্কারক ডা. ফ্রেডরিক গ্রান্ট বান্টিঙের জীবনের রোমহর্ষক কাহিনী।

  • (0)

    Bagha Jateen Ek Upekhito Nayak – বাঘা যতীন এক উপেক্ষিত নায়ক

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.
    মানবেন্দ্রনাথ রায় তাঁর প্রথম জীবনের দীক্ষাগুরু যতীন্দ্রনাথ-এর সম্পর্কে বলেছিলেন, “যতীনদা ছিলেন ভালো মানুষ, এবং তাঁর চেয়ে ভালো মানুষ আমি এখনও খুঁজে পাইনি। কোন একটা যুগের গণ্ডিতে বাঁধা যায় না যতীনদাকে। যতীনদা ছিলেন মানবতাবাদী, সম্ভবত বর্তমান ভারতবর্ষের প্রথম মানবতাবাদী।
    চেকোশ্লোভাকিয়ার বিখ্যাত বিপ্লবী ইমানুয়েল ভিক্টর ভসকা, ‘Spy and Counter Spy’ গ্রন্থে বাঘা যতীন সম্পর্কে বলেছিলেন, “Bagha Jatin, Father of the Nation”, তাঁর মত ছিল, বেঁচে থাকলে বাঘা যতীনই জাতির জনক হিসেবে মান্যতা পেতেন।
    তৎকালীন পুলিশ কমিশনার চার্লস টেগার্ট যতীন্দ্রনাথের সাহস, যুদ্ধকুশলতা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “যতীন মুখার্জি যদি ইংরেজ হতেন, ইংরেজরা ট্রাফলগার স্কোয়ারে নেলসনের মূর্তির পাশে তাঁর মূর্তি স্থাপন করত।”
    বাঘা যতীন কে ছিলেন, কী ছিলেন, তা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন লেখক নির্মলকুমার নাগ। এই বইটিতে নির্মলকুমার নাগের লেখার সঙ্গে রয়েছে আরো দুটি প্রাসঙ্গিক এবং দুষ্প্রাপ্য গ্রন্থ। ললিতকুমার চট্টোপাধ্যায় (বাঘা যতীনের ছোট মামা)-এর লেখা ‘বিপ্লবী যতীন্দ্রনাথ’। অপর গ্রন্থটি হল, শ্রীবসন্তকুমার চট্টোপাধ্যায় প্রকাশিত ‘বিপ্লবের বলি’, যা প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই বাজেয়াপ্ত হয়।
  • (0)

    Jharkhand Itibritto By Ajit Roy – ঝাড়খণ্ড ইতিবৃত্ত ( অজিত রায় )

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.

    জঙ্গল, নদী, ঝর্ণা, পাহাড় ও বিপুল খনিজ সম্পদে ভরা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গড়ে ওঠার নেপথ্যকাহিনি, সেখানকার জনজীবনের নিত্য-নৈমিত্তিক লড়াই ও শোষণের অপূর্ব দলিল এই বই।

  • (0)

    Ved Katha Yojjo Katha – বেদ-কথা যজ্ঞ-কথা

    Original price was: ₹400.00.Current price is: ₹320.00.

    যজ্ঞের মৌলিক তাৎপর্য্য ত্যাগ। এই কথাটি স্মরণ রাখিলেই বেদপন্থীর শাস্ত্রে যজ্ঞের মহিমা বুঝিতে পারা যাইবে। জগতের সহিত জীবের সামঞ্জস্য সাধন যজ্ঞ দ্বারাই সম্পন্ন হয়। মানুষ সহজে ত্যাগ করিতে চায় না, ভোগ করিতে চায়। ঈশোপনিষৎ দেখাইয়াছেন, এই ধারণা ভ্রান্ত। ত্যাগের সহিত ভোগের বিরোধ থাকিতে পারে না।… জীব জগতের নিকট নানা ঋণে আবদ্ধ। বেদপন্থীর ধর্মশাস্ত্র এই ঋণের শ্রেণিবিভাগ করিয়াছেন-মনুষ্যের নিকট ঋণ, ভূতগণের নিকট ঋণ, পিতৃগণের নিকট ঋণ, দেবগণের নিকট ঋণ, এবং সর্বশেষে ঋষিগণের নিকট ঋণ; এই পঞ্চবিধ ঋণ লইয়া মনুষ্যকে জীবরূপে সংসার যাত্রা আরম্ভ করিতে হয়। এই পঞ্চ ঋণমোচনের জন্য গৃহস্থের পক্ষে নিত্য অনুষ্ঠেয় পঞ্চ মহাযজ্ঞের ব্যবস্থা আছে। গৃহস্থের দৈনন্দিন অনুষ্ঠানে এই পঞ্চ মহাযজ্ঞ তাহাকে জগতের নিকট আপনার ঋণের কথা স্মরণ করাইয়া দেয়।

  • (0)

    Boudha Anusanga By Manoranjan Sardar – বৌদ্ধ অনুষঙ্গ

    Original price was: ₹450.00.Current price is: ₹360.00.

    ভারতীয় সভ্যতা-সংস্কৃতির উপর বৈদিক সংস্কৃতির ও বেদান্ত দর্শনের প্রভাব পড়েছে। তবে তুলনায় বাঙালি জীবনে বেদ-নির্ভর সংস্কৃতির প্রভাব খুব বেশি নেই বলে মনে করেছেন নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, ইতিহাস ও সাহিত্যের গবেষকগণ। তাঁদের অভিমত আর্যভাষাভাষী আদি-নর্ডিক গোষ্ঠীর রক্তপ্রবাহ ও সংস্কৃতি বাঙালির সমাজ জীবনে ও সমাজ সংগঠনে এত ক্ষীণ যে, বাংলা দেশের ব্রাহ্মণদের মধ্যে খুব সূক্ষ্ম বিশ্লেষণ সত্ত্বেও সহসা ধরা পড়ে না। বরং আদি অস্ট্রেলয়েড গোষ্ঠী, অ্যালপাইন গোষ্ঠী এবং দ্রাবিড় সংস্কৃতির প্রভাব রয়েছে যথেষ্ট। ধর্ম-সংস্কৃতির ক্ষেত্রেও প্রবহমান পুরাতন সংস্কৃতির সঙ্গে বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ্য ধর্মনীতি ও দর্শনের সংমিশ্রণে বাঙালি জাতির মানসলোক গড়ে উঠেছে। যদিও সেন বর্মন আমল থেকে স্মার্ত পণ্ডিতদের নিয়ন্ত্রিত ও পরিচালিত সমাজব্যবস্থা, ধর্মাচরণ বাঙালি হিন্দুধর্মের মানুষের সমাজজীবন ও সাহিত্যকে নিয়ন্ত্রিত করেছে। সমগ্র মধ্যযুগ জুড়ে সেই নিয়ন্ত্রণ কখনও দৃঢ় হয়েছে, আবার কখনও শিথিল হয়েছে। কিন্তু তারও আগে বৃহত্তর বঙ্গদেশে (অঙ্গ, বঙ্গ, পুণ্ড্র, সমতট, গৌড়) দীর্ঘকাল ধরে প্রবহমান পুরাতন সংস্কৃতির প্রভাব যেমন পড়েছিল, তেমনি প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে বৌদ্ধধর্ম ও বৌদ্ধ-সংস্কৃতির যথেষ্ট প্রভাব পড়েছিল বাঙালি জনমানসে। প্রাচীন-মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য সেই প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। সমাজে তো বটেই; সাহিত্যের গভীরেও রয়ে গেছে সেই প্রভাব।

  • (0)

    Rigveda Rohosso – ঋগ্বেদ রহস্য

    Original price was: ₹450.00.Current price is: ₹360.00.
  • (0)

    Bhabapagla Jiban Sadhona O Gaan – ভবাপাগলা জীবন সাধনা ও গান

    Original price was: ₹500.00.Current price is: ₹400.00.

    “গানই আমার প্রাণ, গানই আমার ভগবান,

    গান গেয়ে গেয়ে যায় চলি এ প্রাণ,

    যেখানে কেউ নাই সেথা দিও স্থান।

    ভবার পরম আত্মা, গানই সাধন সত্ত্বা,

    গানেই বাধ্য করে চঞ্চল প্রাণ।

    জানি না সাধনা, জানি না উপাসনা,

    ভবার বাসনা শুধু গানই প্রধান।”

    গানের ছন্দে ভবাপাগলা এইভাবে নিজের পরিচয় দিয়েছেন। তিনি ছিলেন এমনই প্রাণখোলা স্বভাবের মানুষ, তাঁর সংস্পর্শে যে যখন এসেছেন তাঁকেই তিনি আপন করে নিয়েছিলেন। একজন ধার্মিক ব্যক্তি হয়েও তাঁর মধ্যে ছিল না কোনো আচার-বিচার, ভিন্ন ভেদ, কু-সংস্কারচ্ছন্নতা। শত্রু- মিত্র ভাবনাও তাঁর মধ্যে কখনও দেখা যেত না। জাতিভেদ প্রথা তিনি মানতেন না। মানতেন না খাদ্য নিয়ে আচার-বিচার। তিনি বলতেন তুমি সব খাবে, শুধু নিজের মাথা খাবে না। তিনি মনে করতেন মনুষ্যত্ব হারানো ও চরিত্রহীনতাই নিজের মাথা খাওয়া। মনে করতেন দেশকাল ভেদে সহজলভ্য, সহজপাচ্য খাদ্য খেলে ধর্ম নষ্ট হয় না। ধর্ম এত ঠুনকো জিনিস নয় যে হাত থেকে পড়ে ভেঙে যাবে। শাশ্বত সত্যই ধর্ম।

    শ্রদ্ধেয় শ্রীসত্যানন্দ গিরি ভবাপ্যদলা সম্পর্কে লিখেছিলেন, ভবাপাগলার মধ্যে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুরাদি পঞ্চভাবের সমন্বয় ঘটেছিল। প্রেম, ভক্তি, কর্ম, জ্ঞান সমস্ত যোগমার্গের সমন্বয় ভবা। ভবাকে ভাবা, ভবাকে বোঝা বা বিশ্লেষণ করা সাধারণ মানুষের পক্ষ্যে দুঃসাধ্য; হয়তো বা অসাধ্যও।

    (ভবাপাগলা, লেখক সত্যানন্দ গিরি, পৃষ্ঠা ৬)

    তবুও সকলের জ্ঞাতার্থে ভবাপাগলাকে জানতে ও সকলকে জানাতে বদ্ধপরিকর হয়েছি এই দুঃসাধ্য কাজটিকে সাধ্যমতো লিখতে।

  • (0)

    Vampire By Bibhutibhushan Bandyopadhyay – ভ্যাম্পায়ার

    Original price was: ₹550.00.Current price is: ₹440.00.

    ভ্যাম্পায়ার ও অন্যান্য অতিপ্রাকৃত অলৌকিক গল্প

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  • (0)

    Shatabarsha Arghya – শতবর্ষ অর্ঘ্য

    Original price was: ₹550.00.Current price is: ₹440.00.
  • (0)

    Jounatar Bishoy Ashoy – যৌনতার বিষয় আশয়

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.
  • (0)

    Bangla O Bangali By Radhakamal Mukhopadhyay – বাঙলা ও বাঙালী

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

    রাধাকমল মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে আজ এক বিস্মৃত নাম। অর্থনীতি ও সমাজতত্ত্বের উঁচু ক্লাসের ছাত্ররা তাঁর নাম শুনে থাকলেও তাঁর কাজকর্মের সঙ্গে কতটা পরিচিত সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। একসময় তাঁর রচিত নানা বই কলকাতা থেকে প্রকাশিত হলেও সম্ভবত কলকাতা থেকে প্রকাশিত তাঁর কোনো বইই এখন ছাপা নেই। অথচ সেসব বই সমকালে বহু আলোচিত ও বহু পঠিত ছিল। সেসময় বাংলা এবং বাংলার বাইরে থেকে প্রকাশিত নামকরা সব বাংলা পত্র-পত্রিকার প্রায় নিয়মিত লেখক ছিলেন তিনি। অর্থনীতি জনতত্ত্ব সমাজতত্ত্ব নদী পরিবেশ নিয়ে তাঁর অজস্র লেখা ছড়িয়ে আছে সমসাময়িক পত্রপত্রিকার পাতায়। তার সামান্য কিছু গ্রন্থবদ্ধ হয়েছে, অনেক লেখাই এখনও গ্রন্থভুক্ত হয়নি। বের হয়নি তাঁর কোন রচনাবলি। এত সব কিছুর সম্মিলিত ফলাফল তাঁর এই বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া। ইংরেজিতে লেখা তাঁর বেশ কিছু বই এখনও লভ্য, তবে তা গবেষক পণ্ডিতদের জন্য লেখা। সাধারণের জন্য লেখা, তাঁর অসাধারণ প্রবন্ধগুলো এখনও পত্রপত্রিকার হলুদ পাতায় মুখ লুকিয়ে বিস্মৃতির প্রহর গুণছে।

    রাধাকমল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সন্তান। তাঁদের আদি বাসস্থান ছিল বীরভূম জেলার আহমেদপুরে। তাঁর পিতা গোপালচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন বহরমপুর শহরের প্রথিতযশা আইনজীবী। প্রখ্যাত আইনজীবী ও শিক্ষাবিদ গুরুদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুর কলেজের (বর্তমান কৃষ্ণনাথ কলেজ) আইন বিভাগে ইস্তফা দিয়ে কলকাতায় ফিরে গেলে তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন গোপালচন্দ্র। অর্থকৃচ্ছতার অজুহাতে সরকার বহরমপুর কলেজ পরিচালনা থেকে হাত গুটিয়ে নিতে চাইলে কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী কলেজ পরিচালনার দায়ভার গ্রহণ করেন। স্বর্ণময়ী কলেজ পরিচালনার ভার যে ট্রাস্টি বোর্ডের হাতে সমর্পণ করেন তার অন্যতম সদস্য ছিলেন গোপালচন্দ্র। আইন শাস্ত্রে গোপালচন্দ্রের সুগভীর পাণ্ডিত্য ছিল।

  • (0)

    Sekaler Pathshala By Subimal Mishra – সেকালের পাঠশালা

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

    উনিশ শতকের মনীষীদের লেখায় তাঁদের বাল্যকালের শিক্ষাব্যবস্থার অপূর্ব জলছবি।

  • (0)

    Bangla Theatarer Potbhumi Ebong Bikash 3- বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৩

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

    বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৩

    ডঃ বৃন্দাবন কুণ্ডু

  • (0)

    Rigveda Ratna Manjusa – ঋগ্বেদ রত্ন-মঞ্জুষা

    Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

    ঋগ্বেদ রত্ন-মঞ্জুষা’- অধ্যাপক ননীগোপাল বন্দ্যোপাধ্যায় রচিত একটি আকর-গ্রন্থ। গ্রন্থটির প্রধান বিষয়বস্তু হল বৈদিক ঋষিদের পরিচয় এবং তাঁদের দৃষ্ট মন্ত্রাবলিতে ব্যবহৃত রূপক-প্রতীক-রহস্য-প্রহেলিকা প্রভৃতির বিস্তৃত বিবরণ ও বিশ্লেষণ।

    ঋগ্বেদ সংহিতা ঋষিদের মন্ত্রবাণীর সংকলন। ঋষিরা তাঁদের জীবনসাধনা তথা অধ্যাত্মসাধনার গভীর অনুভূতি ও উপলব্ধির রহস্য প্রকাশ করেছেন সন্ধাভাষায়। তাঁদের সাধনার মর্মকথা হল দেবতার সঙ্গে সাযুজ্যবোধ-একাত্মতা। ভারতীয় দর্শনের মূল সূত্রই হল এই দেববাদ।

    সমগ্র সংহিতায় রয়েছে সেই দেবতার কথা-তাঁদের রূপ-গুণ-বৈশিষ্ট্য এবং স্বরূপ-তত্ত্ব। যিনি বলেন সেই দেবতার কথা-তিনিই ঋষি-সত্যপথের অভিযাত্রী তিনি। অগ্র্যা বুদ্ধির শাণিত ফলকে আঁধার বিদীর্ণ করে চলেছেন-তাই তিনি ‘মন্ত্রদ্রষ্টা’। যাস্কের ভাষায়- ‘সাক্ষাৎ কৃতধর্মা।’

    ঋষিরা মন্ত্রের দ্রষ্টা ‘ঋষির্দর্শনাৎ’। ইষ্টদেবতার অনুধ্যানে যে অধ্যাত্ম-উপলব্ধি গুঞ্জরিত হয়েছিল ঋষির হৃদয়-কন্দরে-তারই ছন্দোবদ্ধ বাণীরূপ হল ‘মন্ত্র’। তাই সংহিতার অন্তর্ভুক্ত সূত্রগুলির প্রারম্ভেই উল্লেখ করা হয়-ঋষি-নাম, উদ্দিষ্ট দেবতার নাম এবং ছন্দ-পরিচয়। তিনে মিলে একটি অখণ্ড পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি সূক্তে এইভাবে ঋষি-দেবতা-ছন্দ একাত্ম হয়ে একটি বিশিষ্ট রূপ লাভ করে।

    ঋষিরা তাঁদের পরিচয় দিয়েছেন কখনো নামে, কখনো-বা মন্ত্রবাণীতে-নাম-গোত্র, নাম-রহস্য, দর্শন, বাণী, রচনাশৈলী-ছন্দ-অলঙ্কার ও শব্দচয়ন-এক কথায় জীবনের অভিজ্ঞতা-অনুভূতি ও উচ্চারণের নানা বৈশিষ্ট্য সম্বলিত আত্মপরিচয়।

  • (0)

    Tribeni By Anurupa Devi – ত্রিবেণী ( অনুরূপা দেবী )

    Original price was: ₹650.00.Current price is: ₹520.00.

    বাঙলা তথা অবিভক্ত ভারতবর্ষের অন্যতম সেরা সাম্রাজ্য পাল সাম্রাজ্যের পত্তন গোপাল এর হাত ধরে। ধর্মপাল তা তুঙ্গে নিয়ে যান।
    দেবপাল, মহীপালরা তার অন্যতম স্থপতি।
    সুবিখ্যাত এই পাল সাম্রাজ্যের আরেক খ্যাতনামা সম্রাট বিগ্রহপাল(৩) ছিলেন সুবিখ্যাত গৌড়াধিপ নয়পালের ছেলে।
    বিগ্রহপালের পুত্র মহীপাল (২) এর সময় থেকেই পাল সাম্রাজ্যের পতন শুরু হয়। অত্যাচারী প্রজাপীড়ক এই মহীপাল তার বৈমাত্রেয় ভাই শূরপাল ও রামপালকেও কারারুদ্ধ করে। যদিও তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন।
    এদিকে সামন্ত দিব্যোক ও তার বীর ভ্রাতুষ্পুত্র ভীমের নেতৃত্বে প্রজারা বিদ্রোহ করে। যুদ্ধে মহীপাল নিহত হন এবং পাল সাম্রাজ্যের পতন ঘটে। এটিই কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত
    এরপর দিব্যোক ও পরে ভীম সাম্রাজ্য শাসন করতে থাকেন।
    অন্যদিকে রামপাল তাঁর মাতুল রাষ্ট্রকূট রাজ মথনদেব এর পরামর্শে সামন্ত চক্রের সহায়তায় সৈন্য সংগ্রহ করে ভীম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরিশেষে হৃত পাল সাম্রাজ্যের পুনরুদ্ধার করেন।
    এই সুবিশাল কাহিনিকে ভিত্তি করে খ্যাতনামা লেখিকা অনুরূপা দেবী রচনা করেন এক বিখ্যাত উপন্যাস “ত্রিবেণী”(১৩৩৫)। সেই দুষ্প্রাপ্য উপন্যাসের পুনর্মুদ্রণ ঘটাল বাঙলার মুখ প্রকাশন।

  • (0)

    Bangla Theatarer Potbhumi Ebong Bikash 1 – বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ১

    Original price was: ₹650.00.Current price is: ₹520.00.

    বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ১

    ডঃ বৃন্দাবন কুণ্ডু

  • (0)

    Bangla Theatarer Potbhumi Ebong Bikash 2- বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ 2

    Original price was: ₹700.00.Current price is: ₹560.00.

    বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ 2

    ডঃ বৃন্দাবন কুণ্ডু

  • (0)

    Vidyasagar Onneson Anuvab Pritito – বিদ্যাসাগর অন্বেষণ অনুভব প্রতীতি

    Original price was: ₹800.00.Current price is: ₹560.00.

    সময়ের হাত ধরে আমাদের চিন্তা-চেতনায়, আচার-আচরণে এসেছে ব্যাপক পরিবর্তন।

    বাতিল হয়েছে অনেক পুরনো মূল্যবোধ। কিন্তু জন্মের দ্বিশত বর্ষ পরেও মানুষের মনের মণিকোঠায় সমান উজ্জ্বল বীরসিংহের সিংহশিশু, করশাসাগর বিদ্যাসাগর। কালপ্রাচীন শাস্ত্রগ্রন্থকে আধুনিক যুগে মানুষের কল্যাণে ব্যবহার করার অনন্য নজির গড়ে তুলেছেন তিনি। মানবিকতার প্রশ্নে, আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে, সামাজিকতা ও যুক্তিবাদী মানসিকতায় স্বাতন্ত্র্য-চিহ্নিত পুরুষ বিদ্যাসাগর আজও একক।

    যুগপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্পষ্ট ও পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার পাশাপাশি তাঁর স্বাতন্ত্র্য এবং প্রাসঙ্গিকতা বিশ্লেষণ এই গ্রন্থের প্রধান অভিমুখ। এসেছে তাঁর সাফল্য ও সীমাবদ্ধতার প্রসঙ্গও। মোহমুক্ত হয়ে সেই কাজটি করার চেষ্টা করেছেন এপার-ওপার দুই বাংলার আটত্রিশ জন বিশিষ্ট প্রাবন্ধিক।

    গ্রন্থের পরিশিষ্ট অংশটি অনেক দুষ্প্রাপ্য মূল্যবান নথি ও তথ্যে সমৃদ্ধ।

  • (0)

    Prankumarer Smriticharan – প্রাণকুমারের স্মৃতিচারণ

    Original price was: ₹750.00.Current price is: ₹600.00.

    প্রাণকুমারের স্মৃতিচারণ

    প্রমোদকুমার চট্টোপাধ্যায়

    সম্পাদনা :  অদিতি ভট্টাচার্য

    তন্ত্রসাধক শ্রীপ্রমোদকুমার চট্টোপাধ্যায় (১৮৯৫-১৯৭১) বাংলা সাহিত্যে একটি সুপরিচিত নাম। তাঁর ‘তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ’, ‘হিমালয়ের পারে কৈলাশ ও মানস সরোবর’ ইত্যাদি গ্রন্থ বাঙালি পাঠকের কাছে সুবিদিত। তন্ত্রের গূঢ়রহস্য ও আধ্যাত্মিক সত্যের অনুসন্ধানে তিনি ভারত ও তিব্বতের বহু অঞ্চল ঘুরেছেন- তাঁর বিচিত্র অভিজ্ঞতার ফসল তাঁর তন্ত্রবিষয়ক গ্রন্থগুলি। কিন্তু এই পরিচয় ছাড়াও তাঁর আর একটি পরিচয় রয়েছে- তিনি ছিলেন খ্যাতনামা চিত্রশিল্পী। মূলত অবনীন্দ্রনাথের বাংলা ঘরানার চিত্রশিল্পী হলেও তাঁর আঁকা ছবিগুলি স্বকীয় বৈশিষ্ট্য ও অনন্যতায় সমুজ্জ্বল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমনকী ইউরোপেও তাঁর আঁকা ছবি সমাদৃত হয়েছে। শেষজীবনে ১৭টি বছর তিনি পন্ডিচেরির শ্রীঅরবিন্দ আশ্রমে ছিলেন- তাঁর আঁকা কিছু ছবি শ্রীমায়ের বিশেষ প্রশংসা লাভকরেছিল। তাঁর আঁকা চিত্রগুলিতে আধ্যাত্মিক বাজনা বিশেষভাবে পরিস্ফুট হয়েছে। বর্তমান প্রন্থটিতে তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের প্রথম দিকের জীবন কাহিনি বর্ণিত হয়েছে। আত্মজীবনীমূলক এই রচনাটিতে সমকালীন সমাজের একটি অপরূপ রূপরেখা চিত্রিত হয়েছে, বিশেষত যে সুনিপুণ দক্ষতায় তিনি বাক্তি চরিত্রগুলি চিত্রিত করেছেন তা তাঁরা শিল্পী মনের পরিচয় বহন করাছে। গ্রন্থটিতে প্রকাশিত তাঁর জীবনের পরবর্তী প্রথম ৩২/৩৩ বছরের বিচিত্র কাহিনি পাঠককে কৌতূহলী করে তোলে তাঁর জীবনের পরবর্তী পর্যয়কে। জানতে- এটিই এই গ্রন্থটির বিশেষত্ব।

  • (0)

    Bharatkanya Nivedita Liesel Reman/ভারতকন্যা নিবেদিত লিজেল রেমঁ

    Original price was: ₹750.00.Current price is: ₹600.00.

    রবীন্দ্রনাথ নিবেদিতাকে বলেছিলেন ‘লোকমাতা’, অরবিন্দ বলেছিলেন ‘শিখাময়ী’। নিবেদিতা নিজেকে বলতেন ‘রামকৃষ্ণ-বিবেকানন্দের নিবেদিতা’। রামকৃষ্ণ-বিবেকানন্দ-নিবেদিতা শাশ্বত ভারতাত্মারই চিৎশক্তির অবিচ্ছেদ তরঙ্গায়ণ।

    ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ ভারতবর্ষের আত্মোন্মীলনের একটা সংক্রান্তিপর্ব। প্রতীচ্য-শক্তির শতবর্ষব্যাপী অভিঘাতের প্রত্যুত্তরে ভারত-চেতনায় জাগল এক বিরাট বিপ্লব। বাইরে সে-বিপ্লব প্রকাশ পেল ভারতের ক্ষাত্রশক্তির বিস্ফোরণে, তার রাষ্ট্রীয় স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষায়; অন্তরের বিপ্লব ফুটল তার ব্রাহ্মী-চেতনার সহস্রদল উন্মেষণে, তার আত্ম-আবিষ্কারের অতন্দ্র সাধনায়। দুটির মধ্যেই দেখেছি, ভারতবর্ষ চাইছে তার অখণ্ড বৃহৎ সত্তাকে স্পষ্ট দিবালোকে অনুভব করতে।

  • (0)

    Bangla Theatarer Potbhumi Ebong Bikash 4 – বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৪

    Original price was: ₹750.00.Current price is: ₹600.00.

    বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৪

    ডঃ বৃন্দাবন কুণ্ডু

  • (0)

    Nirbachito Rachanabali 1 By Soumendranath Thakur – নির্বাচিত রচনাবলী ১ সৌম্যেন্দ্রনাথ ঠাকুর

    Original price was: ₹800.00.Current price is: ₹640.00.

    ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ সৌম্যেন্দ্রনাথ ঠাকুর। আজকে তাঁকে যতই কেবল মাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুপৌত্র, রবীন্দ্রসংগীতের অন্যতম বিশেষজ্ঞ, বৈতানিকের প্রতিষ্ঠাতা ইত্যাদি বলে পরিচিত করানো হোক না কেন, আদতে তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য। পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি বা আরসিপিই। শুধু দেশের শ্রমিক আন্দোলনেয়ে, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দেশনের মঞ্চেও সৌম্যেন্দ্রনাথের নাম উল হয়ে আছে। কিন্তু একাংশের য এবং আমাদের সচেতনতার অভাবে আজ তিনি এক বিস্মৃতপ্রায় চরিত্র। তাঁর বিরোধীরা তাঁকে ভুলিয়ে দিতে চান, মুছে দিতে চান তাঁর রাজনৈতিক অবদান; অপরদিকে, তাঁর অনুগামী বলে পরিচিত কিছু লোক, তাঁকে বিগ্রহ বানিয়ে পুজো করার ভান করে তাঁর মার্কসবাদী পরিচয়টাই লোপাট করে দেওয়ার চেষ্টা করেন। এই দ্বৈত আক্রমণের সামনে দাঁড়িয়ে সৌম্যেন্দ্রনাথকে তাঁর সামগ্রিকতায় আবিষ্কারের প্রয়োজন দেখা দিয়েছে আজ। ছোট এবং বিক্ষিপ্তভাবে হলেও কাজটা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হল সৌম্যেন্দ্রনাথের নির্বাচিত রচনাবলীর এই প্রথম খণ্ড।

  • (0)

    Bangla Theatarer Potbhumi Ebong Bikash 5 – বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৫

    Original price was: ₹1,100.00.Current price is: ₹880.00.

    বাংলা থিয়েটারের পটভূমি প্রতিষ্ঠা এবং বিকাশ ৫

    ডঃ বৃন্দাবন কুণ্ডু