# কলকাতার ট্রাম : ইতিহাস ও ঐতিহ্য — নিশীথ মান্না
ট্রামের আবির্ভাব কলকাতা পরিবহন ব্যবস্থায় এক নিঃশব্দ বিপ্লব। কলকাতাতেই আধুনিক যানবাহনের মধ্যে ট্রামগাড়ির আবির্ভাব এশিয়ার মধ্যে প্রথম। ঘোড়ায় টানা ট্রামের আবির্ভাব কলকাতার পরিবহন ব্যবস্থায় নতুন পালক। কলকাতায় প্রথমদিকে ঘোড়ায় টানা ট্রাম পরিসেবা শুরু হলেও পরে বাষ্পচালিত ট্রাম এবং বিংশ শতাব্দীর প্রথম দশক থেকে বৈদ্যুতিক ট্রাম চলাচল শুরু হয়। যুগের প্রয়োজনে বাস আর বিভিন্ন দ্রুতগতির যান এসে দখল করেছে ট্রামের সেই স্বর্ণযুগ। তবু কলকাতার গ্রাম থেকে নগর হিসেবে, নগর থেকে মহানগর হিসেবে গড়ে ওঠার সুবিশাল ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ট্রামকে অস্বীকার করার উপায় নেই। ট্রাম ও ট্রাম শ্রমিকেরা কলকাতার জনজীবন ও রাজনৈতিক জীবনে প্রায় দেড়শত বছর ধরে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কলকাতার এই ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস, বিবর্তন, বিপ্লব, ঐতিহ্য আর রোমান্টিকতা। আলোচ্য গ্রন্থে এইসব স্মৃতি তথ্যনিষ্ঠভাবে পরিবেশিত হয়েছে।
মূল্য — ৪৫০ টাকা







