বই পিয়ন

About Us

আমরা কে

2021 এর ডিসেম্বর মাস, দু জন মিলে একটা নতুন ভাবনা শুরু আচ্ছা, একটা নতুন কিছু মানে একটা নতুন উদ্যোগ নিলে কেমন হয়, যেমন একটা অনলাইন

বুক শপ। খুব বিশেষ ভাবনা চিন্তা না রেখে একে অপরের হাত ধরে দুম করে লাফিয়ে পড়লাম কলেজ স্ট্রিট মানে আমাদের বই পাড়া নামক মহা সমুদ্রে। ভয়

ছিল যদি না পারি যদি ডুবে যাই দুজন মিলে, আসতে ধীরে শুরু হলো সাঁতরে চলা। একটা নাম ঠিক হলো। একটা লোগো বানাতে হবে তো নাকি? সে কী

ভয়ঙ্কর চিন্তা কী বানাবো কী দিয়ে বানাবো, তারপর পিয়ন টাই সামনে রেখে হাঁটতে শুরু করলো আমাদের বই পিয়ন লোগো ও বানানো হলো। তারপর ধীমে

তালে টুক টুক করে এগোনো। অল্প অল্প করে গড়ে তোলা আমাদের ভালোবাসার আবেগের প্রতিষ্ঠান আমাদের বই পিয়ন। একজন দুজন থেকে আজ অনেক

মানুষ আমাদের চেনেন জানেন। তা যেমন আমাদের সাফল্যের তেমনি আমাদের পাঠক দেরও। অনেক ভেবে চিন্তে নিজেদের একটা ট্যাগলাইন বানানো

হলো যা আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও মেনে চলি। ' *আমরা সম্পর্কের বিশ্বাসে বিশ্বাসী। শুধুমাত্র ব্যবস্যায় নয়'। আজ দাঁড়িয়ে মনে হয় আপনাদের বিশ্বাস

রাখতে আমরা সক্ষম। আমরা পেরেছি একটা সম্পর্কের বাঁধন তৈরি করতে। আমাদের সাথে আপনারা না থাকলে এই বিশ্বাস অর্জন কার্যত অসম্ভব বিষয়

ছিল। আপনাদের ভরসায় আপনাদের ভালোবাসায় আজ বই পিয়নের website তৈরী হল। আরও আরও অনেক বেশী বই এবারে শুধু একটা ক্লিক এর মাধ্যমে

খুঁজে পাওয়া যাবে। https://boipeon.com/ বা Boi peon বইপ্রেমীদের জন্য ওয়ান-স্টপ স্বর্গ হতে পারে। আমাদের কাছে বইয়ের ব্যাপক ক্যাটালগ রয়েছে।

আমরা পাঠ্য বই, চিকিৎসা, প্রকৌশল, ব্যবস্থাপনা, কথাসাহিত্য, নন-ফিকশন, কমিকস, ইলাস্ট্রেশন এবং আরও অনেক কিছু থেকে শুরু করে বইয়ের উপর

আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ডিল অফার করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আমাদের কাস্টমার কে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তাঁদের

বিশ্বাস রক্ষার দায়িত্ব আমাদেরই।

If you looking for any books please WhatsApp us! 9123681149