NALANDAR KOTHA [Rajat Pal] – নালন্দা কথা
নালন্দা বৌদ্ধযুগে জ্ঞানচর্চার সর্ববৃহৎ কেন্দ্র। তৃতীয় থেকে দ্বাদশ শতক পর্যন্ত এর খ্যাতি ছিল বিশ্বজুড়ে। এর ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে বিস্তারিত বিবরণ আমাদের তেমন জানা নেই. তেমনই এর ধ্বংসের ইতিহাসও বহু আলোচিত এবং কিঞ্চিৎ বিতর্কিত।
শতাধিক চিত্র সমন্বিত এই বইটিতে নালন্দার সৃষ্টিপর্ব থেকে আধুনিক পর্যন্ত বিস্তারিত বর্ণনা রয়েছে।






