কলকাতা ডায়ালেক্ট- লুপ্ত ও লুপ্তপ্রায় শব্দ অভিধান’ বিষয়ক বইটি কলকাতার উপভাষার উপর প্রথম অভিধান, যা অত্যন্ত মননশীল করে উপস্থাপিত করেছেন ভাষাতত্ত্ব বিষয়ের গবেষক শ্রী গোপালকৃষ্ণ শর্মা মহাশয়।
ব্যাক্তিগতজীবনে লেখকের অধ্যয়নের বিষয় স্ট্যাটিসটিকস হলেও ভাষাবিজ্ঞান চর্চা তাঁর আগ্রহের বিষয়। কর্মজীবনে উচ্চপদে চাকুরীরত অবস্থাতেও আজীবন বিজ্ঞানমনষ্ক মনোভাব নিয়ে সমাজ বিজ্ঞান ও সমাজ মনোবীক্ষণ নিয়ে দীর্ঘদিন গবেষণামূলক লেখালেখি করে গেছেন। ভাষাতত্ত্ব তাঁর পছন্দের বিষয় এবং এই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কাজ করে চলেছেন। তাঁর এই প্রগতিশীল চিন্তাধারা থেকেই এই গ্রন্থের অবতারণা। নতুন তথ্যের আলোকে এই গ্রন্থটি বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করে তুলবে। এই শব্দ অভিধান যার মূল্য একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের মতোই অতীব গুরুত্বপূর্ণ। এতদিন বাংলার শব্দ অভিধানে যে শূন্যস্থান ছিল, এই মূল্যবান গ্রন্থটি তা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।






