# বাংলার দারুবিগ্রহে কৃষ্ণকথা
সোমা মুখোপাধ্যায়
প্রকাশক – অমর ভারতী
মূল্য ১৫০ টাকা
সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষে কৃষ্ণ উপাসনার ধারা প্রচলিত।কৃষ্ণবাদের উৎপত্তি ও বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন মাধ্যমে কৃষ্ণের বিগ্রহ নির্মিত হয়েছে। এর মধ্যে অন্যতম দারুবিগ্রহ। অবিভক্ত বাংলার নানা অঞ্চলে কৃষ্ণের বিভিন্ন দারুবিগ্রহ রয়েছে। এর মধ্যে কিছু বিগ্রহের বয়স আনুমানিক পাঁচশো বছর। শ্রীচৈতন্যদেবের ভক্তি আন্দোলনের মাধ্যমে এই দারুবিগ্রহ নির্মাণের ধারা আরও বৃদ্ধি পায়। বর্তমান গ্রন্থটিতে বাংলার নানা প্রান্তের কৃষ্ণের বিচিত্র দারুবিগ্রহ ও তার ইতিহাসকে এক ভিন্ন সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে।
| Weight | 0.3 kg |
|---|---|
| Publishers | Amar Bharati |